নওগাঁর ধামইরহাটে সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ মার্চ) সকাল থেকে উৎসবমুখর পরিবেশে সাব-রেজিস্ট্রি অফিস চত্বরে এ নির্বাচন কার্যক্রম শুরু হয়। ভোটে সভাপতি পদে দুই জন ও সাধারণ সম্পাদক পদে তিন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
দলিল লেখক সমিতি সূত্রে জানা গেছে, মোট ১শত ৪০ ভোটের মধ্যে ১শ ৩৮ জন ভোটার ভোট প্রদান করেন। ভোট গণনা শেষে নবনির্বাচিত সভাপতি আব্দুল গফুর মন্ডল ১শত ১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং আলহাজ্ব মো: জামাল উদ্দীন মন্ডল মোট ৮৪ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। নির্বাচনের ফল নির্বাচন কমিশনার ঘোষণা করেন। পরবর্তীতে সিলেকশনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলেও জানান। ত্রিবার্ষিক এই নির্বাচনে নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন ধামইরহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো: ওমর ফারুক।
নবনির্বাচিত সভাপতি এবং সাধারণ সম্পাদক সমিতির সকল দলিল লেখকদের সাথে কুশল বিনিময় শেষে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।