নওগাঁর ধামইরহাটে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ৩দিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলা ২০২২ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৮ মার্চ) বেলা সাড়ে ১১ টায় উপজেলা স্মৃতিসৌধ চত্বরে এ মেলার উদ্বোধণ করেন জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো: শহীদুজ্জামান সরকার এমপি।
পরে কৃষি প্রযুক্তি মেলা উপলক্ষে এক র্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়ের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: আজাহার আলী মন্ডল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: দেলদার হোসেন, সাধারণ সম্পাদক মো: শহিদুল ইসলাম, পৌর মেয়র আমিনুর রহমান, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: তৌফিক আল জুবায়ের, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো: আসাদুজ্জামান, ওসি মো: মোজাম্মেল হক কাজী প্রমুখ বক্তব্য রাখেন।