বাগমারা উপজেলার নাসিরগঞ্জ ডিগ্রী কলেজে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথ মর্যাদার মধ্যে দিয়ে পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে নাসিরগঞ্জ ডিগ্রী কলেজের পক্ষ থেকে বিভিন্ন প্রতিযেগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে কলেজ চত্বরে আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নাসিরগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আজাহারুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, ভবানীগঞ্জ পৌরসভার কাউন্সিলর হাচেন আলী, সদস্য জাহেদুর রহিম মিঠু, প্রভাষক জিল্লুর রহমান প্রমুখ।