‘বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন’ এই প্রতিপাদ্য’কে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ মার্চ) দুপুরে উপজেলার মহাদান ইউনিয়নের খাগুরিয়া এলাকায় সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির উদ্যোগে এ বার্ষিক সভা অনুষ্ঠিত হয়।
খাগুরিয়া গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি ইব্রাহিম খলিলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ আব্দুল হালিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার আব্দুল্লা আল মামুন পলাশ, সহকারী (সমবায়) পরির্দশক সানজিদা শারমিন। এছাড়া অন্যান্য দের মাঝে আরো উপস্থিত ছিলেন, সমিতির সাধারন সম্পাদক শামীম মিয়া, সমিতির ক্যাশিয়ার ছানোয়ার, সদস্য হারুন-অর-রশিদ, অন্তর, ইউপি সদস্যের ছেলে বিপুল মিয়া প্রমুখ।
এ সময় বক্তারা সার্বিক গ্রাম উন্নয়নের জন্য সমবায়ের মাধ্যমে সমস্যা সমাধান ও উপকারি বিষয়বস্তু নিয়ে আলোচনা করেন। পরে সাধারন সভা শেষে ৩৬২জন সদস্যদের মাঝে লটারির পরিচালনা করে ১২জন সদস্যকে বিজয়ী করে পুরস্কার বিতরণ করা হয় এবং সকল সদস্যদের মাঝে মিষ্টি বিতরন করা হয়।