রবিবার ১১ জুলাই স্বাস্থ্যবিধি মেনে ধামইরহাটের সাপ্তাহিক হাট বসিয়ে কুরবানীর জন্য গরু, ছাগল, ভেড়ার কেনাবেঁচা শুরু করা হয়েছে।
সরোজমিনে গিয়ে দেখা গেছে, বেলা বাড়ার সাথে সাথে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ভুটভুটি, ব্যাটারী চালিত ভ্যানে করে এসব গরু, ছাগল হাটে কিক্রির উদ্যেশে জড়ো করা হয়। এসময় গ্রামের গৃহস্থ, গরু ব্যাবসায়ী ও খামারীরা স্বাস্থ্যবিধি মেনে মুখে মাস্ক পরে কোরবানীর পশু নিয়ে হাটের ভেতরে প্রবেশ করতে দেখা গেছে।
অন্যদিকে হাটের প্রবেশ পথে হাট মালিকদের পক্ষ থেকে মাস্ক বিতরণসহ সবাইকে স্বাস্থ্যবিধি মেনে পশু ক্রয়-বিক্রয়ের জন্য প্রচার প্রচারণা চালাতে দেখা গেলেও সাধারণ অনেক ক্রেতাদের মাঝে স্বাস্থ্যবিধির তেমন কোন লক্ষণ দেখা যায়নি। অনেকেই মুখের নিচে, থুতনিতে, বুকপকেটে মাস্ক রেখে গাদাগাদি অবস্থায় দাড়িয়ে থেকে নিজেদের পছন্দ মতো কুরবানীর পুশু খুঁজতে দেখা গেছে।
মো. ছানোয়ার হোসেন জানান, হাটে পছন্দের কুরবানী কিনতে এসেছি। দামে হলে কিনবো।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএও) গনপতি রায় বলেন, কুরবানীকে সামনে রেখে উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশনায় সরকারের বেঁধে দেওয়া বিধিনিষেধ মেনে সবাইকে মাস্ক পরে পশু কেনাবেচার অনুমতি দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন কুরবানীর পশু কেনা-বেচায় কঠোর অবস্থানে থেকে মনিটরিং করা হচ্ছে।