টাঙ্গাইল শহর আওয়ামিলীগের ৩-নং ওয়ার্ড সম্মেলনে মো: হুমায়ুন রশীদ (সোনা) সভাপতি ও মো: হেলাল ফকিরকে সাধারণ সম্পাদক করে নব কমিটি ঘোষণা করেছেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
দীর্ঘ ১৭ বছর অপেক্ষার পর টাঙ্গাইল শহর ৩নং ওয়ার্ড শাখার ত্রী-বার্ষীক সম্মেলনে গত ২০ মার্চ রবিবার রাত্রি ১০ ঘটিকায় পশ্চিম আকুর টাকুর পাড়া হাউজিং এস্ট্রেট মাঠে অনুষ্ঠিত হয়।
এই সম্মেলনে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, তারা হলেন উদ্বোধক- সিরাজুল ইসলাম আলমগীর (সভাপতি টাঙ্গাইল শহর আওয়ামিলীগ, মেয়ের টাঙ্গাইল পৌরসভা), প্রধান অতিথি-আলহাজ্ব মো: ছনোয়ার হোসেন এমপি (সহ-সভাপতি জেলা আওয়ামিলীগ টাঙ্গাইল), বিশেষ অতিথি- এডভোকেট আলমগীর খান মেনু (সহ-সভাপতি জেলা আওয়ামিলীগ টাঙ্গাইল), খ: আসরাফউজ্জামান স্মৃতি (যুগ্ম সাধারণ সম্পাদক জেলা আওয়ামিলীগ টাঙ্গাইল), জামিলুর রহমান মিরন (সাংগঠনিক সম্পাদক জেলা আওয়ামিলীগ)। সাইফুজ্জামান সোহেল (সাংগঠনিক সম্পাদক জেলা আওয়ামিলীগ), রফিকুল ইসলাম খান(দপ্তর সম্পাদক জেলা আওয়ামিলীগ টাঙ্গাইল) মির্জা মইনুল হোসেন লিন্টু (যুব ও ক্রিয়া বিষক সম্পাদক জেলা আওয়ামিলীগ টাঙ্গাইল), প্রধান বক্তা-এম এ রউফ (সাধারণ সম্পাদক শহর আওয়ামিলীগ টাঙ্গাইল), বিশেষ বক্তা- আবু সাইদ খান পিয়ারা (সহ- সভাপতি শহর আওয়ামিলীগ টাঙ্গাইল), কোরবান আলী (সহ- সভাপতি শহর আওয়ামিলীগ), সাইফুল ইসলাম সরকার (কাউন্সিলর ৩নং ওয়ার্ড টাঙ্গাইল পৌরসভা), লুৎফর রহমান (কৃষি বিষয়ক সম্পাদক শহর আওয়ামিলীগ টাঙ্গাইল)।
নবনির্বাচিত সাভাপতি মো: হুমায়ুন রশিদ সোনা বলেন, ‘আমি আওয়ামিলীগের দিক নির্দেশনা মেনে প্রতিটি কাজে অংশ গ্রহন করি। এবং দলিয় প্রতিটি কর্মসূচী পালনে অংশগ্রহণ সহ সার্বিক সহযোগিতা করে আসছি আমি বিগত সময়, তৃণমূলের জনগণের ভালোবাসা নিয়ে, বিভিন্ন সংগঠনের নির্বাচনের মাধ্যমে আইনজীবী সহকারী সমিতির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা দলিল লেখক সমিতির সেক্রেটারির হয়েছি, বর্তমানে সদর উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক এবং বর্তমান ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনে আমাকে সভাপতি নির্বাচিত করায়, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের নেতা কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানাই।’