জামালপুরের সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এরশাদ আলী (২৮) নামে এ যুবকের মৃত্যু হয়েছে। গত শুক্রবার সন্ধ্যা রাতে উপজেলার আওনা ইউনিয়নে পঞ্চাশী নয়া পাড়া এলাকায় এ মর্মান্তিক দুরর্ঘটনা ঘটে।
নিহত এরশাদ আলী একটি ঔষুধ কোম্পানিতে ঢাকায় চাকুরি করতেন। পরে শনিবার (১৯মার্চ) দুপুরে তার লাশ দাফন করা হয়েছে।
পরিবার ও স্থানীয়দের সুত্রে জানা যায়, নিহত এরশাদ আলী পঞ্চাসী গ্রামের মৃত মোতালেব হোসেনের ছেলে। সে তার নিজ বাড়ীর পুকুর থেকে পানি সেচের জন্য বৈদ্যুতিক তারে সেচমটর সংযোগ করেন। হটাৎ মাগরিবের নামাজে সময় সেচ’মটরের বৈদ্যুতিক তারের সাথে জড়িয়ে, পুকুরের পানিতে পড়ে যায়।
পরে পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় এরশাদ আলীকে উদ্ধার করে সরিষাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে আওনা ইউপি চেয়ারম্যান বেল্লাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যুর সংবাদ পুলিশকে জানানো হয়। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এ ব্যাপারে তারাকান্দি তদন্ত কেন্দ্রের ইনর্চাজ আব্দুল লতিফ বলেন, মাছ ধরার জন্য পুকুর থেকে পানি সেচ দিতে গিয়ে সেচ’মটরের বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন তিনি। বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ গিয়ে সুরতহাল করেন। পরিবারে কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে।