নওগাঁর ধামইরহাটে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবসে হাসপাতালে ৪৪ জন রোগীকে উন্নত খাবার পরিবেশনের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ মার্চ) দুপুরের বিরিয়ানী, খাসি, মূরগীর গোস্ত, মাছ, ডিম, ডাল, মিষ্টি ও দই খাবার দেয়া হয়। এবং চিকিৎসা নিতে আশা ৪৪ রোগীর সাথে ফুলের শুভেচ্ছা বিনিময় করেন চিকিৎসকগণ।
রোগীদের খাবার পরিবেশনের সময় সহযোগিতা করেন- হাসপাতালে কর্মরত মেডিকেল অফিসার ডা: সামিউল হাসান, ডা: মোসা: খাতিজা, ডা: মো: নিয়াজ, নার্স ইনচার্জ রুপভান নেছা প্রমুখ।
জাতির পিতার জন্মদিনে এমন ব্যতিক্রম আয়োজনে হাসপাতালে ভর্তি রোগী সাবিহা ইয়াসমিন বলেন, ‘যার জন্য এ আয়োজন আল্লাহ তাকে যেন তাকে জান্নাতবাসী করেন।’ পুরুষ ওয়ার্ডের ভর্তি মানিক বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে উন্নত খাবার প্রদানে আমি দোয়া রাখি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আল্লাহতালা জান্নাতের উচ্চ মোকাম দান করেন এবং তাঁর পরিবারের সদস্যদের সুস্থতা কামনা করছি।’