বঙ্গবন্ধুর জন্মদিন-শিশুর হৃদয় হোক রঙিন”এ প্রতিপাদ্যে টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
কর্মসূচির মধ্যে ছিল দোয়া মাহফিল,কেক কাটা, বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের উপর আলোচনা সভা, স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহণে চিত্রাংকন, রচনা, দেশাত্মবোধক গান, মুক্তিযুদ্ধভিত্তিক কবিতা আবৃত্তি প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ।
বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে শহীদ স্মৃতি পৌর উদ্যানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তোবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন টাঙ্গাইল সদর আসনের এমপি ছানোয়ার হোসেন,সখিপুর-বাসাইল আসনের এমপি জোয়াহেরুল ইসলাম জেলা প্রশাসক ডক্টর মো: আতাউল গণি, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর, প্রেস ক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ প্রমুখ।
এছাড়াও জেলা প্রশাসন, জেলা পুলিশ,জেলা আ’লীগ,জেলা পরিষদ, সদর উপজেলা পরিষদ, টাঙ্গাইল পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদসহ নানা শ্রেণি-পেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।