গাইবান্ধার গোবিন্দগঞ্জে হাফেজিয়া মাদ্রাসার এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে কাওসার হাবিব নামের মাদ্রাসার এক হাফেজ শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
অভিযোগ সূত্রে জানাগেছে, গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের রথের বাজার হাফেজিয়া মাদ্রাসার কর্মরত শিক্ষক কাওসার হাবিব (২১) ওই মাদ্রাসার এক শিক্ষার্থীকে গত ৮ মার্চ গভীর রাতে নিজ শয়ন কক্ষে ডেকে নিয়ে বলাৎকার করে এবং ঘটনাটি কাউকে না জানাতে ভয়ভীতি প্রদর্শন করে।
পরদিন ঘটনার শিকার শিক্ষার্থী বিষয়টি মোবাইল ফোনে তার পরিবারকে জানায়। পরে বিষয়টি আস্তে আস্তে প্রকাশ হয়ে পড়লে এলাকায় এ নিয়ে বেশ উত্তেজনা দেখা দেয়।
ওই শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে গোবিন্দগঞ্জ থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ ১৫ মার্চ (মঙ্গলবার) দুপুরে তাকে গ্রেফতার করে। আটক শিক্ষক বগুড়া জেলার কাহালু উপজেলার মাগুড়া গ্রামের আজাহার আলীর ছেলে বলে পুলিশ আরও জানায়।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, ছাত্রকে বলাৎকারের অভিযোগে গ্রেফতারকৃত শিক্ষক কাওসার হাবিবকে আদালতে সোর্পদ করা হয়েছে।