জামালপুরের মেলান্দহে অবৈধভাবে ৮১ হাজার ৬০০ লিটার খোলা সয়াবিন মজুতের অভিযোগে দুই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৪ মার্চ) সকালে জামালপুরের মেলান্দহ বাজারে এই অভিযান পরিচালনা ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো: সিরাজুল ইসলাম।
জানা যায়, জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই এর তথ্যের ভিত্তিতে সোমবার সকালে মেলান্দহ বাজারের মেসার্স তপু এন্টারপ্রাইজ ও মেসার্স জননী তেল ভান্ডারে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালতের। এ সময় তপু এন্টারপ্রাইজ থেকে ৫৬ হাজার ১০০ লিটার ও জননী তেল ভান্ডারে ২৫ হাজার ৫০০ লিটার সয়াবিন তেলের অবৈধ মজুত পান। পরে ভ্রাম্যমাণ আদালত তপু এন্টারপ্রাইজের মালিক প্রাণ কুমার সাহাকে ২০ হাজার এবং জননী তেল ভান্ডারের মালিক সিরাজুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি মো: সিরাজুল ইসলাম জানান, ভোজ্য তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে সারাদেশেই ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত উল্লেখিত দুটি গুদামে অভিযান পরিচালনা করা হয়।