জামালপুরের সরিষাবাড়ীতে পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ মার্চ) বিকালে উপজেলার পৌর শহরের অবস্থিত সরকারি বঙ্গবন্ধু কলেজ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপাধ্যক্ষ মিজানুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব ছানোয়ার হোসেন বাদশা, প্রধান বক্তা হিসেবে ছিলেন, সাধারন সম্পাদক অধ্যক্ষ ড: হারুন-অর-রশিদ।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফারুক আহমেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও (সম্বনয়ক) আশরাফ হোসেন তরফদার, সহ-সভাপতি আবু জাফর শীশা, যুগ্ন সম্পাদক ছালেহ শফি গেন্দা, উপ-দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক, সরিষাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন পাঠান, পৌর মেয়র মনির উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আলামিন হুসাইন শিবলু প্রমুখ উপস্থিত ছিলেন।