টাঙ্গাইলে পুলিশ লাইন আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণী আয়োজন করা হয়। শনিবার সকালে পুলিশ লাইন্স মাঠে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানটি উদ্বোধন করেন জেলা প্রশাসক ড: মো: আতাউল গনি।
টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার এর সভাপতিত্বে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল-৫ সদর আসনের এমপি ছানোয়ার হোসেন।
বিশেষ অতিথি ছিলেন, টাঙ্গাইল পুনাক এর সভানেত্রী আয়েশা আক্তার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কাজী নুসরাত এদীব লুনা, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শরফুদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জয়ব্রত পাল, অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) মো: সেহেল রানা, পুলিশ লাইন্স আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল কাদের প্রমুখ।
শেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।