নওগাঁর ধামইরহাটে নানান আয়োজনে উৎসব মুখর পরিবেশে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে ও ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় ৮ই মার্চ সকাল সাড়ে ১০ টায় দিবসটি পালন উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে বাল্য বিয়ে উপর ৩টি বিষয় নিয়ে বিতর্ক প্রতিযোগিতা অণুষ্ঠিত হয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা গনপতি রায়ের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আজাহার আলী মন্ডল।
অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মানবাধিকার কমিশনের ধামইরহাট শাখার সভাপতি শহীদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার আজমল হোসেন, পল্লী উন্নয়ন অফিসার রামানন্দ সরকার, সহকারী সমাজসেবা কর্মকর্তা এটিএম ফসিউল আলম, উপজেলা মহিলালীগের সভানেত্রী আন্জুয়ারা, পৌর কাউন্সিলর মেহেদী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে বিতর্ক প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী বিজয়ী ও বিজিতদের পুরুস্কার বিতরন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গনপতি রায়।