‘মুজিব বর্ষের অঙ্গীকার, বীমা হোক সবার- বীমায় সুরক্ষা থাকলে, এগিয়ে যাব সবাই মিলে’এই শ্লোগানে টাঙ্গাইলে নানা কর্মসুচির মধ্য দিয়ে মঙ্গলবার (১ মার্চ) জাতীয় বীমা দিবস উদযাপন করা হয়েছে।
কর্মসুচির মধ্যে ছিল, বর্ণাঢ্য র্যালি, মানববন্ধন ও আলোচনা সভা।
আজ (মঙ্গলবার) সকালে জেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় শহীদ স্মৃতি পৌরউদ্যান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আমিনুল ইসলামের সভাপতিত্বে ওই আলোচনা সভায় বক্তব্য রাখেন, ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অফিসার্স অ্যাসোসিয়েশন টাঙ্গাইল শাখার সভাপতি এমএ হান্নান, ডেলটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড টাঙ্গাইল শাখার ভাইস প্রেসিডেন্ট মৃত্যুঞ্জয় সাহা, জীবন বীমা কর্পোরেশনের জিএম মো:মাহবুবুল হক, ডেলটা লাইফ ইন্স্যুরেন্সের জিএম মনোরঞ্জন সরকার, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের ডেপুটি ভাইস চেয়ারম্যান নিখিল চন্দ্র বণিক, জীবন বীমা কর্পোরেশনের ব্যবস্থাপক মো: শফিকুল ইসলাম সফি প্রমুখ।
উল্লেখ্য, ১৯৬০ সালের ১ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন পাকিস্তানের আলফা ইন্স্যুরেন্সে যোগদান করেছিলেন। যার ফলে দিনটিকে প্রতিবছর বীমা দিবস হিসেবে পালনে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এরপর সরকারও এর অনুমোদন দেয়।