নওগাঁর ধামইরহাটে পুলিশের ঝটিকা অভিযানে ৬ জনকে আটক করা হয়েছে। ২৬ ফেব্রুয়ারী দিনব্যাপী মাদক বিরোধী ঝটিকা অভিযানে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক কাজী’র নেতৃত্বে এস.আই হারুন উর রশিদ, এস.আই শাহজাহানসহ সঙ্গীয় ফোর্সসহ উপজেলায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান চালিয়ে ৬ জন কে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন, জেলার পত্নীতলা উপজেলার মোবারকপুর গ্রামের মো: সোলাইমান আলীর ছেলে মো: রাজিব হোসেন (২৫), ও মৃত হুরমত আলীর ছেলে আব্দুর রহিম (৩৯), দুজনের কাছ থেকে ৫০ পিস টাইডাল ট্যাবলেট, ধামইরহাট উপজেলার দক্ষিন শ্যামপুর গ্রামের মো: এজাবুলের ছেলে এখলাছ হোসেন (২৪) এর নিকট ১০পিস টাইডাল ট্যাবলেট, বড়শিবপুর কাঠালপাড়া গ্রামের ব্রিটিশ টুডুর ছেলে শ্রী দিলিপ টুডুর কাছ থেকে ১০ পিস ও পৌর সদরের দক্ষিন চকযদু গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে শাহাদত আলীর কাছ থেকে ১০পিস এম্পুলসহ আটক করা হয়েছে।
এ ব্যাপারে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো: মোজাম্মেল হক কাজী জানান, আটককৃত ৬ জনকে পৃথক ৪ টি মামলা দায়েরের মাধ্যমে নওগাঁ কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। সম্প্রতি থানা পুলিশ প্রতিদিন মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করছে এবং তা অব্যাহত থাকবে। আপনারা মাদক ব্যবসায়ী ও সেবীদের সম্পর্কে তথ্য দিয়ে পুলিশ কে সহযোগিতা করেন।