জামালপুরের সরিষাবাড়ীতে নিখোঁজের তিনদিন পর বিদেশ ফেরত এক যুকবের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৫ফেব্রুয়ারি) সকালে উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর নান্দিনা গ্রামে বাড়ির পাশে প্রবাহিত ঝিনাই নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও নিহতের পরিবার সুত্রে জানা যায়, সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর নান্দিনা গ্রামের আমজাদ আলীর একমাত্র ছেলে মিজানুর রহমান ওরফে আব্দুল্লাহ (২৬)। সে ২০১৭ সালে চাকুরি করতে সৌদি আরবে যায়। আব্দুল্লাহ ২০২১ সালে দেশে ফিরে আসেন। সৌদি আরবে থাকাকালে আব্দুল্লাহ মাসে মাসে প্রতিবেশী এক ভাবী কল্পনা আক্তারের কাছে ৪-৫ লাখ টাকা জমা করেন।
দেশে আসার পর সে টাকা ফেরত চান আব্দুল্লাহ। কল্পনা আক্তার তার টাকা নেননি বলে জানায়। এ নিয়ে দু’পরিবারের মধ্যে বিরোধ বাধে। গত ১৬ ফেব্রুয়ারী কল্পনা আক্তারের কাছে ফের টাকা চান আব্দুল্লাহ। টাকা দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেয় কল্পনা ও তার পরিবার। আব্দুল্লাহ টাকা না নিয়ে যাবে না বলে জানায়। এতে কল্পনার পরিবারের লোকজন উত্তেজিত হয়ে আব্দুল্লাহকে মারধর করে বাড়ি থেকে টেনেহিঁচড়ে বের করে দেয়। কয়েকদিন পর গত ২২ ফেব্রুয়ারী সন্ধ্যায় বাড়ীর পাশের রৌহা বাজারে গিয়ে নিখোঁজ হন আব্দুল্লাহ। আব্দুল্লাহর বাবা আমজাদ আলী তাকে খুঁজে না পেয়ে গত বৃহস্পতিবার রাতে সরিষাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
পরদিন গতকাল শুক্রবার সকালে বাড়ির পাশের ঝিনাই নদীতে আব্দুল্লাহর লাশ ভেসে ওঠে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে শুক্রবার দুপুরে ময়না তদন্তের জন্য জেলা মর্গে প্রেরন।
নিহতের মা মেহেরুন বেগম অভিযোগ করে বলেন, তার ছেলে আব্দুল্লাহ ২০১৭ সালে সৌদি আরবে যায়। আব্দুল্লাহ তার পরিবারের কাছে টাকা না পাঠিয়ে কল্পনার কাছে পাঠাত। এভাবে সে ৪-৫ লাখ টাকা পাঠায়। এখন সে ওই টাকা নেয়নি বলে জানায়। টাকা চাইতে গিয়ে ওই পরিবারের মারধরের শিকার হয়েছে আব্দুল্লাহ। পরে গত ২২ ফেব্রুয়ারী রাতে সে নিখোঁজ হয়।
কল্পনা আক্তার অভিযোগ অস্বীকার করে বলেন, আব্দুল্লাহ ফের বিদেশ যাওয়ার জন্য তার কাছে ৫০ হাজার টাকা ধার চায়। সে টাকা ধার দিতে অস্বীকার করলে আরো কয়েক দফা আব্দুল্লাহ টাকা ধারের জন্য তার বাড়িতে এসেছিলেন বলে জানান তিনি।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মীর রকিবুল হক বলেন, মিজানুর রহমান আব্দুল্লাহ নিখোঁজ হলে তার বাবা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। শুক্রবার সকালে ওই যুবকের লাশ নদীতে ভেসে উঠলে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।