টাঙ্গাইলের কালিহাতী প্রেসক্লাবের সাবেক সভাপতি রশিদ আহমেদ আব্বাসীর পিতা আলহাজ্ব মো: হাবিবুর রহমান মঙ্গলবার সন্ধ্যায় বার্ধক্য জনিত করাণে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহে ওয়া ইন্নাইলাহি রাজিউন)।
মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি স্ত্রী, ১০ পুত্র ৩ কণ্যা বহু নাতী নাতনী, অসংখ্য ছাত্র ও গুনগ্রাহী রেখে গেছেন।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় মদিনাতুল উলুম কওমী মাদ্রাসা মাঠে জানাজা শেষে তাকে নওপাড়া সামাজিক গোরস্থানে দাফন করা হয়।
আলহাজ্ব মো: হাবিবুর রহমান টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার পারখী ইউনিয়নের আউলিয়াবাদ কলেজ পাড়ায় ১৯৩৬ সনে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন। তার পিতা মরহুম আব্বাস উদ্দিন আহমদ, মাতা সাহেবা খাতুন। তিনি তার পিতামাতার জৈষ্ঠ্য সন্তান ছিলেন।
তিনি জি পি ও তে প্রথম চাকুরী জীবন শুরু করেন।
পরবর্তীতে তার মায়ের ইচ্ছায় নিজ এলাকায় এসে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা জীবন শুরু করেন। তিনি লস্করপুর প্রাথমিক বিদ্যালয়, নাগবাড়ী, দশকিয়া, সখিপুরের শ্রীপুর, গড়গবিন্ধপুর, বহেড়াতৈল, পুংলির ফটিকজানী, একস্তরীয় পাড়া ও সর্বশেষ নাগবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে ১৯৯০ সনে চাকুরী হতে অবসরে আসেন।
তিনি সার্বজনীন প্রাথমিক শিক্ষা (ইমপ্যাক্ট ) বিষয়ে থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও ফিলিপাইনে উচ্চতর প্রশিক্ষণ গ্রহন করে প্রাথমিক শিক্ষার জন্য অনন্য অবদান রাখেন। হাবিবুর রহমান ১৯৭৮ সনে হজ পালন করেন। তিনি বহু স্কুল-মাদ্রাসা, কবরস্থান, মসজিদ নির্মাণে কাজ করেছেন।
তিনি আওলাতৈল দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠা সভাপতি, নাগবাড়ী হাসিনা চৌধুরী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির একাধিক বার নির্বাচিত অভিভাবক প্রতিনিধির দায়িত্ব পালন করেছেন। এ ছাড়াও তিনি মদিনাতুল উলুম কওমী মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি ও নওপাড়া জামে মসজিদ ও কবরস্থানের বার বার সভাপতির দায়িত্ব পালন ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক ও পেশাজীবী সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।