মানবতার কল্যান ফাউন্ডেশন, টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে সুনামধন্য পরিচালক ও মানবতার কল্যান ফাউন্ডেশনের চেয়ারম্যান জিএম সৈকতের জন্মদিন উদযাপিত হয়েছে।
উক্ত জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জালাল উদ্দিন শাহীন চাকলাদার, চেয়ারম্যান, ক্লিন টাঙ্গাইল। টাঙ্গাইলের বিশিষ্ট পরিচালক রুপম রুহুল, মহসিন কবির বাবু। জাহিদুল ইসলাম চৌধুরী, চেয়ারম্যান, পিআরএস। সোহেল রানা তালুকদার চেয়ারম্যান, আইডিয়াল ইনস্টিটিউট। উজ্জ্বল হোসেন, চেয়ারম্যান, মিডিয়া ভিজ্যুয়াল। শামীম আল মামুন (তুহিন), চেয়ারম্যান, স্কলারস এডুকেশন ফ্যামিলি। মাসুদ, ডিওপি, মিডিয়া ভিজ্যুয়াল। নুর আমিন, এডিটর, মিডিয়া ভিজ্যুয়াল। এছাড়াও টাঙ্গাইল জেলা শাখার কার্যনির্বাহ সদস্য মানিক পাল সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
কেককাটার মাধ্যমে জন্মদিন উদযাপিত হয়। উপস্থিত সকলের মানবতার কল্যান ফাউন্ডেশনের চেয়ারম্যানের জন্য দোয়া প্রারথনা করেন।
জালাল উদ্দিন শাহীন চাকলাদার বলেন, “জিএম সৈকত তার সুন্দর সৃষ্টির মাধ্যমে সারাদেশে একটি সুপরিচিত নাম। তিনি তার সৃজনশীল কাজের পাশাপাশি মানবতার কল্যান ফাউন্ডেশনের মাধ্যমে মহান কাজ করে যাচ্ছেন। তার এই মহতি কাজ যেন আজীবন করে যেতে পারেন আমরা সেই দোয়া করি। জিএম সৈকত তার কর্মের মাধ্যমে আমাদের দেশ ও সমাজকে, সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করবে।”