(কোভিড ১৯ ) সংক্রমণের ২য় ঢেউ প্রতিরোধে দেশের মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে। সরকার সোমবার থেকে সীমিত আকারে এবং বৃহস্পতিবার দেশের সর্বাত্মক কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছে। যা গতকাল ১ জুলাই থেকে থেকে শুরু হয়েছে। জরুরি সেবা, ও স্বাস্থ্য বিধি মেনে শিল্প, কলকারখানা ছাড়া বাঁকী সব বন্ধ রয়েছে।দেশের মানুষকে লকডাউন মানাতে মাঠে রয়েছে পুলিশ,বিজিবি,ও সেনাবাহিনীর সদস্যরা। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বৃহস্পতিবার ভোর থেকেই মাঠে সরব রয়েছে কঠোরভাবে। তারই ধারাবাহিকতায় সিরাজগঞ্জও চলছে প্রশাসনের কঠোর নজরদারি। চলছে বিভিন্ন হাট ,বাজারসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে আইন-শৃঙ্খলা বাহিনীর টহল।কিন্তু এদিকে ছোট ঠোট বাজার ও গ্রামের চায়ের স্টল গুলোতে চলছে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে খোশ গল্পের আসর।
আসাদ নামের এক ব্যক্তি বাংলাদেশ সংবাদ প্রতিদিনকে বলেন, আমরা গ্রামের মানুষ করোনা, টরোনা বুঝিনা,আমাদের করোনা হবেনা, যারা এসি রুমে বসে বসে জীবন পরিচালনা করছে তাদেরকেই ধরবে। আমরা চাষাভুষো লোক করোনা আমাদের কাছেই আসবে না।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সিরাজগঞ্জ পৌর এলাকার ছোট, ছোট বিভিন্ন বাজার ও গ্রামের ভিতরের চা স্টল সহ প্রায় গ্রামের অবস্থায় একি রকম।
এদিকে বৃষ্টির কারণে, যাতায়াতের রাস্তাগুলো খারাপ হয়ে যাওয়ায় প্রশাসনের লোকজন সব জায়গায় পৌঁছাতে পারছেনা।