নওগাঁর ধামইরহাটে ৪ নম্বর উমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পেলেন প্যানেল চেয়ারম্যান আজহারুল ইসলাম। গত ১৭ জুন চেয়ারম্যান আলহাজ্ব নুরুজ্জামান মন্ডলের মৃত্যু হয়। ফলে ইউপি চেয়ারম্যানের পদ ফাঁকা হয়ে যায়। নিয়মানুযায়ী জেলা প্রশাসনের নির্দেশনা মোতাবেক ২০ জুন আনুষ্ঠানিক ভাবে ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার গণপতি রায় প্যানেল চেয়ারম্যান আজহারুল ইসলাম কে পুর্ন চেয়ারম্যানের দায়িত্ব অর্পন করেন। বিগত ইউপি নির্বাচনে আজাহারুল ইসলাম বিপুল ভোটে ইউপি সদস্য নির্বাচিত হন এবং ইউনিয়ন পরিষদের সভায় তিনি এক নম্বর প্যানেল চেয়ারম্যান ঘোষিত হন। আজহারুল ইসলাম উপজেলার বেলঘরিয়া গ্রামে ১৯৭৭ সালের ১ ফেব্রুয়ারি মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন। উমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করে আজহারুল ইসলাম বলেন “আমি পরিষদের সকল ইউপি সদস্যসহ, সচিব ও গুরুজনদের সহযোগিতা নিয়ে ইউনিয়নের দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালনের আপ্রাণ চেষ্টা করে যাবো ইনশাআল্লাহ”।
Subscribe
Login
0 Comments
Oldest