কিশোরগঞ্জের কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ গেলাম মোস্তফা’র সার্বিক তৎপরতায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে, ১২ কেজি গাঁজাসহ মো: রনি আহমেদ (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে কুলিয়ারচর লঞ্চঘাট সংলগ্ন বালু মহলে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী মো: রনি আহমেদ কুমিল্লা জেলার ব্রহ্মনপাড়া উপজেলার আশাবাড়ি গ্রামের মো: জামাল হোসেন এর ছেলে।
জানা যায়, শুক্রবার ৪ ফেব্রুয়ারী দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ ওসি’র সার্বিক নির্দেশনায় এস.আই রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে কুলিয়ারচর লঞ্চঘাট সংলগ্ন বালু মহলে অভিযান পরিচালনা করেন। উক্ত অভিযানে ১২ কেজি গাঁজাসহ মো: রনি আহমেদ (২৫) কে আটক করা হয়।
এই ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কুলিয়ারচর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে (৪ ফেব্রুয়ারী, মামলা নং ০৪) একটি মামলা দায়ের হয়েছে।
তিনি আরও বলেন, মাদক নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে।