জামালপুরের সরিষাবাড়ীতে বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের গোবিন্দনগর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন ইনতিয়াজ আলী (৫০) ও তার ছেলে ফিরোজ মিয়া (১৯)। নিহত ইনতিয়াজ আলী গোবিন্দনগর গ্রামের মৃত হাতেম মিয়ার ছেলে ও ফিরোজ নিহত ইনতিয়াজ আলীর ছেলে।
স্থানীয়দের সূত্র জানায়, শুক্রবার সকাল থেকেই উপজেলা জুড়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যে দুপুরে বাড়ির পাশে সেচ পাম্পের ছিঁড়ে যাওয়া তার মেরামত করতে যান ফিরোজ। এ সময় তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। ছেলের চিৎকার শুনে বাঁচাতে যান বাবা ইনতাজ আলী। এ সময় তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই বাবা-ছেলের মৃত্যু হয়।
পরে স্থানীয়রা উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষনা করেন।