লাইভে এসে চিত্রনায়ক রিয়াজের শ্বশুর ব্যবসায়ী আবু মহসিন খানের আত্মহত্যার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ সব ধরনের অনলাইন প্লাটফর্ম থেকে অপসারণ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত এ আদেশ দেন।
আরো পড়ুন: কান্নাজড়িত কণ্ঠে শ্বশুরকে নিয়ে যা বললেন নায়ক রিয়াজ
বিটিআরসিরকে আগামী বুধবারের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এছাড়া এই ভিডিও যে কোনো ধরনের ইলেকট্রনিক মাধ্যম থেকে প্রচারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
এর আগে গতকাল বুধবার (২ ফ্রেরুয়ারি) রাত পৌনে ৯টার দিকে রাজধানীর ধানমন্ডি ৭ নম্বর রোডের ২৫ নম্বর বাড়ির একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে। তিনি মডেল মুশফিকা তিনার বাবা ও চিত্রনায়ক রিয়াজের শ্বশুর।