ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচনে ভোটকেন্দ্রে অনিয়মের অভিযোগ ও পুনরায় ভোট গণনার দাবিতে টাঙ্গাইলের গোপালপুর উপজেলা নির্বাচন অফিস ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ভোটার ও প্রার্থীরা।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা নির্বাচন অফিস প্রাঙ্গণে হাদিরা ইউনিয়নের এ এম মুজিবুর রহমান উচ্চবিদ্যালয় কেন্দ্রের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী ও ভোটাররা এ বিক্ষোভ করে।
ওই ওয়ার্ডের ইউপি সদস্য পদপ্রার্থী শহীদ আলী, হাবিবুর রহমান ও নজরুল ইসলাম লিখিত অভিযোগের মাধ্যমে জানান, এ এম মুজিবুর রহমান উচ্চবিদ্যালয় কেন্দ্রে ইভিএমের মাধ্যমে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হলেও কেন্দ্রে তাদের এজেন্টদের সামনে ফলাফলের প্রিন্ট কপি বের করা হয়নি। এজেন্টদের বের করে দিয়ে ফলাফল ঘোষণা করা হয়েছে। ভোটগ্রহণ শেষ হলেও, ভোটকেন্দ্রের দরজা বন্ধ করে একঘণ্টা সময়ের মধ্যে অনিয়ম করেছে। এ সময় এজেন্ট বা প্রার্থীদের কেন্দ্রের কাছে যেতে দেওয়া হয়নি। তারা গোপনে অনিয়ম করেছে। তাই বিক্ষোভকারীরা ওই কেন্দ্রে পুনরায় ভোট গণনার দাবি জানান।
অভিযোগের বিষয়ে হাদিরা ইউনিয়নের ২নং ওয়ার্ডের এ এম মুজিবুল হক উচ্চবিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো: রাজু আহমেদ বলেন, সকল প্রার্থীদের এজেন্টদের উপস্থিতিতে ইভিএম মেশিনের মাধ্যমে সর্বমোট রেজাল্ট শিট বের করা হয়েছে। এ ছাড়াও হাতে লেখা একটি কপি এজেন্টদের কাছে দেওয়া হয়েছে। আমার কেন্দ্রে কোনো প্রকার অনিয়ম বা অসচ্ছল কোনো কার্যকলাপ হয়নি। নির্বাচনি সকল আইন মেনে আমি কাজ করেছি।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মতিয়ার রহমান জানান, ভোটকেন্দ্রে কোনো অনিয়ম হয়নি। ইভিএম ভোটে কারও কারচুপি করার সুযোগ নেই।
গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার মো: পারভেজ মল্লিক বলেন, আমি এই বিষয়টি শুনেছি এবং অবগত আছি। তাদের অভিযোগপত্রটি নির্বাচন অফিসে পাঠানো হয়েছে।