জাতীয়টাঙ্গাইললকডাউনের খবরসারাদেশ

লকডাউনে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়ক ফাঁকা, বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দেদারছে চলছে গাড়ি

টাঙ্গাইল-ময়মনসিংহ সড়ক, ছবি: সোহেল রানা

করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে ব্যাপক কড়াকড়ির মধ্যে সারা দেশে শুরু হয়েছে সাত দিনের ‘কঠোর’ লকডাউনের বিধিনিষেধ।
বৃহস্পতিবার ভোর থেকে শুরু হওয়া এই সর্বাত্মক লকডাউনে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক অনেকটাই ফাঁকা হয়ে গেছে।
সরকারি ও বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের গাড়ি ও পণ্যবাহী বাহন ছাড়া কিছু রিকশা-ভ্যান চলতে দেখা গেছে বিভিন্ন রাস্তায়। কিছু কিছু ব্যক্তিগত গাড়ি চলতে দেখা গেলেও সংখ্যায় তা একেবারেই কম।

এদিকে এ সড়কের টাঙ্গাইলের কালিহাতী বাসস্ট্যান্ড সহ বিভিন্ন স্থানে কালিহাতী থানা পুলিশের পক্ষ থেকে বসানো হয়েছে চেক পোস্ট। জরুরি প্রয়োজন ছাড়া কাউকেই রাস্তায় থাকতে দেওয়া হচ্ছে না।

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক, ছবি: সোহেল রানা

তবে ভিন্নচিত্র ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে। কঠোর লকডাউনেও এ মহাসড়কে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করেই স্বাভাবিক দিনের মতোই দেদারছে চলাচল করছে ব্যক্তিগত যানবাহন, খোলা ট্রাক ও পিকআপ। এছাড়া নিয়মিত বিরতিতে মহাসড়কে দেখা যাচ্ছে বন্ধ থাকা দূরপাল্লার গণপরিবহনও। আর এসব যানবাহন ব্যবহার করে উত্তরবঙ্গের ১৯ জেলাসহ ২১ জেলার মানুষ নিজ নিজ গন্তব্যে যাচ্ছেন।

 

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক, ছবি: সোহেল রানা

যানবাহনের চালক ও যাত্রীরা জানান, দিনের বেলায় প্রশাসনের নজরদারি থাকায় মধ্যরাতের পর তারা ঢাকা ছেড়েছেন। পথিমধ্যে তেমন কোন বাঁধার মুখে পড়তে হয়নি বলেও তারা জানান।
এ বিষয়ে হাইওয়ে পুলিশের এলেঙ্গা ফাঁড়ির ইনচার্জ ইয়াসীর আরাফাত জানান, মহাসড়কে টহল জোরদার করা হয়েছে। চেকপোস্টগুলি থেকে নিয়মিতই এসব যানবাহনকে মামলা দেয়া হচ্ছে আর কিছু গাড়িকে ঘুরিয়ে দেয়া হচ্ছে।

Author

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত সংবাদ

Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker