নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার ৪ ইউনিয়নের ৫টি কেন্দ্রের নির্বাচনি সহিংসতার কারণে বন্ধ হয়ে যাওয়ায় কেন্দ্রগুলোতে আগামী ৭ ফেব্রুয়ারী পুনঃভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে।
গত ৫ জানুয়ারি পঞ্চম ধাপে নওগাঁ জেলার পত্নীতলা উপজেলায় ভোট অনুষ্ঠিত হয়েছিল। নির্বাচনী সহিংসতার কারণে ৪ টি ইউনিয়নের ৫ টি কেন্দ্রের ফলাফল স্থগিত করে দায়িত্বরত সংশ্লিষ্ট কর্মকর্তারা। ফলে ওই সকল ইউপিতে পুনঃভোট গ্রহনের বিষয়টি আলোচনায় চলে আসে। তবে, বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, ৪র্থ ও ৫ম ধাপে অনুষ্ঠিত ইউপি নর্বাচনে বন্ধ ঘোষিত ভোট কেন্দ্রে গুলিতে আগামী ৭ ফেব্রুয়ারি ২০২২ তারিখে পুনঃভোট অনুষ্ঠিত হবে।
ইতোমধ্যে ওই এলাকার নির্বাচন অফিস কে এব্যপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্ররহণের নির্দেশ দিয়েছে ইসি। এ বিষয়ে পত্নীতলা উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: জাহিদুর রহমান জানান, আমরা নির্দেশনা পেয়েছি এবং প্রস্তুতি গ্রহন করা হয়েছে। ভোট গ্রহনের দিন পর্যাপ্ত আইন- শৃঙ্খলা বাহিনী সতর্ক থাকবে। আশা করি, শান্তিপূর্ণ পরিবেশেই ভোট গ্রহণসহ পুরো প্রক্রিয়া সম্পন্ন হবে।
উল্লেখ্য যে, পত্নীতলা ইউপিতে ১টি, ঘোষনগর ইউপি ২টি, কৃষ্নপুর ইউপিতে ১টি এবং আকবরপুর ইউপিতে ১টিসহ মোট ৪টি ইউপিতে ৫ ভোটকেন্দ্রের ফলাফল স্থগিত থাকার ব্যাপরে এলাকাবাসীর কাছ থেকে জানা যায়, পত্নীতলা ইউপির ১টি ভোটকেন্দ্রের ভোটার সংখ্যা হলো ১ হাজার ৮ শত ১৯জন, আকবরপুর ইউপির ১টি ভোটকেন্দ্রের ভোটার সংখ্যা ২ হাজার ২শত ৩৭ জন, ঘোষনগর ইউপির ২টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৪ হাজার ৪ শত ৩৬ জন এবং কৃষ্ণপুর ইউপির ১টি ভোটকেন্দ্রের ভোট সংখ্যা ১ হাজার ৬ শত ৩৪ জন। মোট ৪ টি ইউনিয়নের ৫ টি কেন্দ্রের ১০ হাজার ১ শত ৫৫ জন ভোটার পুনঃভোট প্রদানে অংশ নিবেন।