নওগাঁর ধামইরহাট উপজেলার বেনিদুয়ার গ্রামের আদিবাসী পল্লীর বাবু লাল কিস্কু (৫৪) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছেন থানা পুলিশ। তিনি উপজেলার ধামইরহাট ইউনিয়নের পশ্চিম রুপনারায়নপুর (চাতরা ঘুটু) গ্রামের মৃত টুইলা লাল কিস্কুর ছেলে।
শনিবার (২৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৪ টার দিকে বাবু লালের মরদেহ গির্জা ঘরের সামনে মাঠে পড়ে থাকা দেখতে পায় স্থানীয় লোকজন। তারপর লোকজন ফাদারকে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ সন্ধ্যা ৭ টার দিকে ওই স্থান থেক মরদেহটি উদ্ধার করে বলে এলাকাবাসী জানান।
নিহত বাবু লালের ফুপাতো ভাই উইলিয়াম মুরমু জানান, আমার ভাই দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। সে দুপুরে বাড়ি থেকে মিশনে ফাদারের কাছে এসেছিলেন।
এবিষয়ে ওই মিশনের ফাদার ফাবিয়ান মারান্ডী বলেন, এ সময় পাশের জমিতে কাজ করছিলাম। বিকেল ৪ টার দিকে শুনতে পায় একজন আমার সাথে দেখা করতে এসেছিলো এবং অসুস্থতার কারণে সে মারা যায় বলে তিনি জানান।
ধামইরহাট থানার ওসি (তদন্ত) আব্দুল গনি বলেন, এটি একটি স্বাভাবিক মৃত্যু এবং নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।