রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে থান্ডা, শ্বাসকষ্ট, এলার্জি, চর্মরোগ সহ শীতকালীন নানা রোগে আক্রান্ত শিশু রোগীর চাপ বেড়েছে। বিশেষ করে ডায়রিয়া, নিউমোনিয়া এবং শ্বাসকষ্ট রোগীর সংখ্যা বেশী।
রামেক হাসপাতালের শিশু ওয়ার্ডে গিয়ে দেখা যায় শয্যায়, মেঝেতে এমনকি ওয়ার্ডের বারান্দাতেও শিশু রোগীর চিকিৎসা দেওয়া হচ্ছে। শিশু ওয়ার্ডে রোগীর ভিড়ে পা ফেলবার জায়গা নেই।
গত বুধবার (২৬ জানুয়ারি) পর্যন্ত ১৩৫ শিশু হাসপাতালে ভর্তি আছে।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, এখন রোগীর চেয়ে শয্যা সংখ্যা এমনিতেই কম তারপরও শীতের মধ্যে প্রতি ওয়ার্ডে দ্বিগুণ তিনগুণ রোগী ভর্তি রয়েছে। আমরা শিশু ওয়ার্ডে ভর্তি রোগীর জন্য ১৫ টি রুম হিটার লাগিয়েছি। পাশাপাশি বারান্দায় কাচঁ দেওয়ার ব্যবস্থা করেছি। বর্তমানে প্রায় ৫০ থেকে ১০০ শিশু ডায়রিয়া রোগে প্রতিদিনই আসছে।