জামালপুরের সরিষাবাড়ীতে হাঁস খুঁজতে গিয়ে লতিফুর রহমান (৬০) নামের এক ব্যবসায়ী নিখোঁজের ১৭ ঘন্টা পর নদী থেকে লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া এলাকায় সুবর্ণখালী নদী থেকে তার ভাসমান লাশ উদ্ধার করেন পুলিশ।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, ব্যবসায়ী লতিফুর রহমান সরিষাবাড়ী পৌরসভার ভুরারবাড়ি গ্রামের মৃত ইয়াকুব আলী মণ্ডলের ছেলে। দীর্ঘদিন ধরে লতিফুর রহমান উপজেলার বিভিন্ন হাট-বাজারে হাঁস-মুরগী কেনা-বেচা করে আসছেন। বুধবার কিছু হাঁস কিনে ব্রিজের ওপর বসেছিলেন। এ সময় একটি হাঁস ব্রিজের ওপর থেকে নিচে পড়ে যায়। হাঁসটিকে ধরার জন্য তিনিও পানিতে নেমে পড়েন। এর পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাকে নদীতে খুঁজাখুঁজি করেন। পরে না পেয়ে ডুবুরিদল উদ্ধার অভিযান সমাপ্ত করেন। আজ সকালে সেই নিখোঁজ ব্যবসায়ীর লাশ নদী থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করেন পুলিশ।
এ বিষয়ে তারাকান্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল লতিফ বলেন, নিখোঁজ ব্যক্তির লাশ নদী থেকে ভাসমান অবস্থায় আজ সকালে উদ্ধার করা হয়। কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।