রাজশাহীতে পুলিশের অভিযানে মা-মেয়েসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। জেলা গোয়েন্দা শাখা ডিবির অভিযানে গোদাগাড়ী উপজেলার শ্রীমান্ত পুর এলাকা থেকে দুই জনকে গ্রেফতার করেছে। গ্রেফতার কৃত আসামি মুক্তি পারভীন (২২) ও মনোয়ারা বেগম (৫২) তারা উভয়ে মা-মেয়ে।
পুলিশ জানায়, ডিবির একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৫ জানুয়ারী) গোদাগাড়ী উপজেলার শ্রীমান্ত পুর এলাকায় থেকে বিকেল ৩ টাই তাদের নিজ বাসায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৭১৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এ ব্যপারে গোদাগাড়ী থানায় মামলা দায়ের করা হয়।