জামালপুরের সরিষাবাড়ীতে পিংনা ইউনিয়নের নির্বাচনি প্রচারণায় গনমিছিল করছেন নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী হাজী মো: নজরুল ইসলাম। পিংনা ইউনিয়নের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে সাধারন মানুষের কাছে নৌকার মার্কার ভোট চান নৌকার সমর্থকরা। পরে মিছিল শেষে পথসভা করেন।
এ সময় পথসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, বীর মুক্তিযোদ্ধা কেএম ছানোয়ার হোসেন ছানা, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন ও শ্রমিক নেতা জাহাঙ্গীর আলম, সুজাত আলী কলেজ এর অধ্যাক্ষ সাইদুর রহমান সাইদ প্রমুখ।
পথসভায় চেয়ারম্যান প্রার্থী হাজী মো: নজরুল ইসলাম বলেন, উন্নয়নের জন্য নৌকার বিকল্প কিছুই নেই। তাই নৌকাকে যেকোন মুল্যে ভোট দিয়ে বিজয় করতে হবে। সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে আগামী ৩১ জানুয়ারি নৌকা জয় হবেই হবে। আপনাদের মুল্যবান ভোট দিয়ে নৌকাকে জয়যুক্ত করবেন। এই ইউনিয়নের উন্নয়ন করার জন্য সুযোগ করে দিবেন।