পৃথিবীতে সন্তানের জন্য বাবা হলো বট’বৃক্ষের ছায়ার মতো। সেই বাবা যদি পৃথিবী থেকে চিরবিদায় নিয়ে চলে যায়, তাহলে সন্তানের যে হতাশার শেষ থাকেনা। তেমনি একটি বাবা পাগল সন্তানের হৃদয়াত্বক বেদনাময় আত্মনাতের কিছু কথা। অশ্রুসিক্ত চোখে সাবেক আব্দুল মালেক এমপির ছোট ছেলে মঞ্জুরুল ইসলাম বিদ্যুৎ বলেন- বাবার আদর বিহীন কেটে গেলো আমার জীবনের ছয়টি বছর। বুধবার বাবার ৬ষ্ঠ তম মৃত্যুবার্ষিকীতে বাবার কথা অনেক মনে পড়ছে।
আমার পিতা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল মালেক সাহেব ছিলেন- মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সংসদ সদস্য, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান, সাবেক উপজেলা আওয়ামী লীগের দীর্ঘ সময়ের সভাপতি। ২০১৬ সালে ১৯ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর আগ পর্যন্ত আমার পিতা এই জামালপুরের সরিষাবাড়ীর মানুষের কল্যাণের জন্য চিন্ত চেতনা করে গেছেন। তিনি এই সরিষাবাড়ীতে পাট শিল্পের উপর একটি ইপিজেড স্থাপনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কথা বলেছিলেন। আমার বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী একদিন এই সরিষাবাড়ীতে পাট শিল্পের উপর একটি ইপিজেড তৈরি করবেন।
দেশের জন্য, দেশের রাজনীতির জন্য, সাধারণ মানুষের জন্য আমার পিতার অবদান ছিলো অপরিসীম। তিনি শুধু মানুষের কল্যাণেই সব সময় কাজ করে গেছেন। আজ আমার পিতা পৃথিবীতে বেঁচে নেই। সকলেই প্রাণখুলে দোয়া করবেন মহান আল্লাহ্ তায়ালা যেন আমার বাবাকে বেহেস্তবাসী করেন।