গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মো.আবু সাঈদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ১৭ জানুয়ারী (সোমবার) বেলা ১১টায় পৌর মেয়র মুকিতুর রহমান রাফির সভাপতিত্বে গোবিন্দগঞ্জ পৌরসভার হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মো: আবু সাঈদ, গোবিন্দগঞ্জ কলেজের সাবেক অধ্যক্ষ মো: আব্দুস সামাদ, উপ সহকারী প্রকৌশলী আব্দুল্যাহ আল মামুন, পৌরসভার প্যানেল মেয়র মো: শাহীন আকন্দ, সাপমারা ইউপির চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুল, গুমানীগঞ্জ ইউপির নব নির্বাচিত চেয়ারম্যান মাসুদুর রহমান মুরাদ, কামারদহ ইউপির নব নির্বাচিত চেয়ারম্যান তৌকির হামান রচিসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সংবর্ধনা অনুষ্ঠানে গোবিন্দগঞ্জ পৌর মেয়র, উপস্থিত ইউপি চেয়ারম্যান ও নেতৃবৃন্দ বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মো: আবু সাঈদের হাতে ফুলের তোড়া ও ক্রেস্ট উপহার দিয়ে বিদায়ী সংবর্ধনা প্রদান করেন।