নওগাঁর ধামইরহাট শখের বসে ভারত সীমান্তে গিয়ে বিএসএফের হাতে আটক বাংলাদেশের ৩ কিশোর। অতঃপর দুই দেশের সীমান্ত রক্ষাকারীদের মাঝে পতাকা বৈঠকের মাধ্যমে ফিরিয়ে আনা হয়েছে।
গত ১০ জানুয়ারি রাত ১০ টায় উপজেলার শিমুলতলী সীমান্তের মেইন পিলার ২৬০ এর সাব পিলার ৬ এর নিকট পতাকা বৈঠকের মাধ্যমে ৩ কিশোরকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।
জানা গেছে, উপজেলার খেলনা ইউনিয়নের অন্তর্গত উদয়শ্রী গ্রামের মো: এনতাজ আলীর ছেলে মো: রবিউল আলম (১৪), মান্দা উপজেলার কবিরপুর গ্রামের মো: শহিদুল ইসলামের ছেলে মো: রবিউল ইসলাম (১৪) মোকছেদ আলীর ছেলে মো: বাদশা (১৩)। রবিউল ও বাদশা দুজন উদয়শ্রী নানার বাড়িতে বেড়াতে আসে।
এ বিষয়ে শিমুলতলী ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মো: শাহজাহান আলী জানান, ১০ জানুয়ারি আনুমানিক বিকেল সাড়ে ৫ টার সময় তারা শিমুলতলী সেতুর নিচে নদীর চর দিয়ে ভারতের সীমান্ত দেখবে মনে করে ভুল বষত সীমান্তের ওপারে ভাতশালা নামক স্থানে পৌঁছালে ওপারের বিএসএফের টহল দল তাদের আটক করে।
বিষয়টি জানাজানি হলে বিজিবি, বিএসএফ এর নিকট একটি চিঠি দেন। তারই প্রেক্ষিতে উভয় দেশের সীমান্ত রক্ষাকারীদের মাঝে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় এবং বাংলাদেশের ঐ ৩ কিশোরকে বিজিবি’র কাছে হস্তান্তর করেন। পরে পরিবারের লোকজনদের তাদের হাতে তুলে দেওয়া হয়েছে।