জামালপুরের সরিষাবাড়ীতে অসহায় দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১১জানুয়ারি) সকালে পৌরসভার শিমলাপল্লী এলাকায় স্থানীয় সংসদ সদস্য ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা: মুরাদ হাসান এমপির পক্ষে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় প্রায় অর্ধশতাধিক শীতার্তেদের মধ্যে এসব কম্বল বিতরণ করা হয়।
এদিকে গত সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানে ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা: মুরাদ হাসানের নির্দেশনায় কামরাবাদ (দক্ষিণপাড়া) এলাকায় অসহায় দরিদ্রের মাঝে অর্ধশত শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
এসময় শীতবস্ত্র বিতরণে স্থানীয় সংসদ সদস্য মুরাদ হাসান এমপির পক্ষে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল, আ’লীগ নেতা বেলাল হোসেন সহ ছাত্রলীগ নেতাকর্মী ও অন্যান্য নেতৃবৃন্দরা।