নব নির্বাচিত মেম্বারদের নিয়ে তিনদিনের তাবলীগ জামাতে আছেন নব নির্বাচিত এক চেয়ারম্যান। ১১ জানুয়ারী ২০২২ (মঙ্গলবার) দাওয়াতী কাজের শেষ দিন।
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ২নং সিদলা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব কামরুজ্জামান কাঞ্চন তার অধীনস্থ ৯টি ওয়ার্ডের নবনির্বাচিত সদস্যদের নিয়ে শনিবার (৮ জানুয়ারি) ইসলামের দ্বীনের কাজে ৩দিনের তাবলীগ জামাতে বের হয়েছেন।১১ জানুয়ারী ২০২২ (মঙ্গলবার) ৩ দিনের জামাতের শেষ দিন।
জানা যায়, চেয়ারম্যান এবং সদস্যদের পাশাপাশি স্থানীয় আরও অনেকের আগ্রহের কারনে প্রায় ২০ সদস্যের দল নিয়ে পিতলগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে সকাল ১১ ঘটিকায় একই উপজেলার পাশ্ববর্তী জিনারি ইউনিয়নের হাজিপুর বাজার জামে মসজিদের উদ্দেশ্যে বের হয়ে যান এবং বর্তমানে তারা ওখানেই অবস্থান করছেন। দাওয়াতের কাজ করে যাচ্ছেন সুনিপুণা, ইতিমধ্যে ১ নং জিনারী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারগন অন্য কোনো ইউনিয়নে দাওয়াতের কাজে বের হবার কথা রয়েছে।
৩ দিনের এই তাবলীগ জামাতে চেয়ারম্যানের সাথী হিসেবে আছেন ১নং ওয়ার্ডের মো: বাচ্চু মিয়া, ২নং ওয়ার্ডের মো: কামরুজ্জামান কাঞ্চন, ৩নং ওয়ার্ডের মো: ইকবাল হোসেন ফকির, ৪নং ওয়ার্ডের সার্জেন্ট অব: মো: মোশাররফ হোসেন, ৫নং ওয়ার্ডের মো: আবুল কাশেম, ৭নং ওয়ার্ডের মো: ওমর ফারুক, ৮নং ওয়ার্ডের মো: তাইজুল ইসলাম তাজু। এছাড়া ৬, ও ৯নং জাহাঙ্গীর আলম সোহাগ এবং মো: কামাল হোসেন এই তাবলীগে শরিক হতে পারেনি।
চেয়ারম্যান মেম্বারদের এমন ব্যতিক্রমী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় জনগণ। চায়ের দোকান, হাট বাজার, ক্ষেতে খামারে, রাস্তাঘাটে সর্বত্রই চলছে আলোচনা, সকলের মুখেই চেয়ারম্যান মেম্বারদের প্রশংসা।
চেয়ারম্যান কামরুজ্জামান কাঞ্চন জানান, জনগণের ভালবাসায় বিপুল ভোটে আল্লাহর অশেষ মেহেরবানীতে আমি চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। নির্বাচন পরবর্তী সময়টা যেহেতু এখনো দায়িত্বভার গ্রহণ করিনি তাই এই সময়টা কি করা যায় এমন একটা ভাবছিলাম আর এরমধ্যে পিতলগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি হারুন আল মোবারক সাহেব আমাকে তাবলীগের দাওয়াত দিলেন। আমিও দাওয়াত পেয়ে ইউনিয়নের নবনির্বাচিত সকল মেম্বারদের সাথে আলোচনা ও পরামর্শ করে দাওয়াত কবুল করে নিলাম। যেহেতু এর আগে আমি অনেকবার তাবলীগে সময় দিয়েছি তাই এটা আমার কাছে নতুন কিছু না। তবে সকল মেম্বারদের নিয়ে তাবলীগ এটা অবশ্যই একটু ব্যাতিক্রম।
তিনি আরও বলেন, ‘এই ৩ দিনের তাবলীগের মাধ্যমে যেনো নিজেদেরকে পরিশুদ্ধ করে ইউনিয়নের দায়িত্বভার গ্রহণ করে আমি সহ আমার মেম্বাররা সঠিক ন্যায় ও নিষ্ঠার সাথে জনসেবা করতে পারি, দায়িত্ব পালন করতে পারি, মানুষের পাশে দাড়াতে পারি তারজন্য সকলের কাছে দোয়া চাই।’
উল্লেখ্য, আলহাজ্ব কামরুজ্জামান কাঞ্চন এবারের ৪র্থ ধাপের নির্বাচনে সিদলা ইউনিয়ন থেকে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এর আগেও তিনি দুই দুইবার সিদলা ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছেন। ৩ বার কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। কয়েকবার হজ্ব পালনসহ অসংখ্যবার দ্বীনের তাবলীগ করেছেন।