কিশোরগঞ্জ জেলায় ৬ষ্ঠ স্থান এবং কটিয়াদী উপজেলায় জিপিএ-৫ এর দিক দিয়ে এবারও প্রথম স্থান অর্জন করেছেন কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়। ২০২১ সালের এসএসসি পরীক্ষায় এ বিদ্যালয় জিপিএ-৫ পেয়েছেন ৪৭ জন শিক্ষার্থী। বর্তমান প্রধান শিক্ষক বদিউল আলম মাহফুজের তত্বাবধানে ও সকল শিক্ষক/শিক্ষিকার অক্লান্ত পরিশ্রমের ফলে প্রতি বছরই এ রকম কৃতিত্ব অর্জন করে আসছেন।
বিদ্যালয় সুত্রে জানা যায়, ২০২১ সালের এসএসসি পরীক্ষায় ৪৫৪ জন পরীক্ষার্থী অংশগ্রহন করেন। এর মধ্যে ৪৩৭ জন পরীক্ষার্থী পাশ করেন এবং জিপিএ-৫ পান ৪৭ জন পরীক্ষার্থী। পাশের হাড় ছিল ৯৬.৯৮।
অভিভাবকরা জানান, এ রকম ফলাফলে আমরাও খুবই খুশি। কারণ করোনার সময় স্কুল বন্ধ না রেখে নিয়মিত ক্লাস হয়েছে এবং প্রধান শিক্ষকসহ সকল শিক্ষক/শিক্ষিকা পরিশ্রম করেছে বলেই এ রকম কৃতিত্ব অর্জন করেছেন আমাদের ছেলেমেয়েরা।
কটিয়াদী সরকারি উচ্চ বিদালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম মাহফুজ জানান, করোনা চলাকালীন সময়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে আমরা অনলাইনে ক্লাস চালু রাখতে পেরেছি বিদায় এ রকম অর্জন করতে পেরেছি। এছাড়া মাননীয় সংসদ সদস্য নূর মোহাম্মদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার ও মাধ্যমিক শিক্ষা অফিসার স্কুলের সার্বক্ষনিক খোজখবর রেখেছেন।