জামালপুরের সরিষাবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (৪ জানুয়ারি) সকালে উপজেলা ছাত্রলীগ পৌরসভার প্রধান সড়কে শোভাযাত্রা বের করে। পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা শেষে কেক কাটা হয়।
উপজেলা ছাত্রলীগের সভাপতি আল-আমিন হোসাইন শিবলুর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ছানোয়ার হোসেন বাদশা।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র মনির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান শাহজাদা, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, পৌর মেয়র মনির উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল মামুন প্রমুখ। এসময় ছাত্রলীগের সর্বস্তরের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।