নওগাঁর ধামইরহাটে উপজেলা ছাত্রলীগের আয়োজনে বাংলাদেশে ছাত্রলীগের গৌরব ও ঐতিহ্যের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। মঙ্গলবার (৪ জানুয়ারি) ধামইরহাট উপজেলা ছাত্রলীগের উদ্যোগে সকাল সাড়ে ১১ টায় স্থানীয় দলীয় কার্যালয় থেকে একটি র্যালী বের করে প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে।
পরে উপজেলা পরিষদের অডিটোরিয়াম রুমে উপজেলা ছাত্রলীগ সভাপতি আবু সুফিয়ান হোসাইন এর সভাপতিত্বে ছাত্রলীগের সম্পাদক আহসান হাবীব পান্নুর সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: দেলদার হোসেন, সাবেক কমিটির সহ-সভাপতি মোফাজ্জল হক সরকার, সম্পাদক ও সাবেক অধ্যক্ষ মো: শহিদুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র মো: মুক্তাদিরুল হক (মুক্তা), যুবলীগ সভাপতি মো: জাবিদ হোসেন (মৃদু), সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: সোহেল রানা, উপজেলা আ’লীগ সভানেত্রী আঞ্জুআরা বেগম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো: সাবুবুর রহমান (সাবু), পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পাস্কায়েল হেমরমসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ছাত্রলীগ নেতাকর্মীরাবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: দেলদার হোসেন কেক কেটে সভা সমাপ্তির ঘোষণা করেন।