জামালপুরের সরিষাবাড়ীতে বসতবাড়ীর খড়ের স্তুপে আগুন ধরিয়ে দিয়েছেন দুর্বৃত্তরা। শনিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার মহাদান ইউনিয়নের ২নং ওয়ার্ডের খাগুরিয়া (খাঁসপাড়) এলাকায় মৃত সুম্মত আলী ছেলে হামেদ আলীর (৪৫) বসতবাড়ীতে এ ঘটনা ঘটে।
বসতবাড়ির মালিক হামেদ আলী জানান, সন্ধ্যা ৭টার দিকে ঘর থেকে বাহিরে এসে দেখেন ঘরের পাশে খড়ের স্তুপে ধাও ধাও করে আগুন জ্বলছে। পরে ডাক চিৎকার শুরু করলে আশপাশের লোক জন এসে আগুন নিয়ন্ত্রণ করেন।
তিনি অভিযোগ করে আরো বলেন, মূলত আমাকে এবং আমার পরিবারের লোক জনসহ বসতবাড়ি পুড়িয়ে মারতে চেয়েছিলেন দুর্বৃত্তরা। তবে বসত ঘরে আগুন লাগেনি। স্থানীয়রা যদি এগিয়ে না আসতো তাহলে আমার অনেক ক্ষতি হয়ে যেতো। আমি এই দুর্বৃত্তদের শাস্তি চাই।
এসময় ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক সোহেল রানা জানান, “লোক জনে ডাক চিৎকারে এগিয়ে এসে দেখি কে বা কারা হামেদ আলীর খড়ের স্তপের সাথে আগুন লাগিয়ে দিয়েছে। পরে এলাকাবাসীর লোকজনের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণ করা হয়। সাম্প্রতিক এই এলাকাতে এর আগে আরো তিনজনের খড়ের স্তপে আগুন ধরিয়ে দিয়েছেন দুর্বৃত্তরা। এসব ঘটনায় এলাকাবাসী এখন আতংকে রয়েছে। যেসব দুর্বৃত্তরা এরকম প্রাণনাশের কর্মকাণ্ড করেছেন তাদের আইনের আওতায় এনে দ্রুত শাস্তি দাবি করছি।”