টাঙ্গাইলের মধুপুরে ছুরিকাঘাতে মোবারক হোসেন (৫০) নামের এক ব্যবসায়ীকে খুন করেছে হোসেন আলী নামের গরু ব্যবসায়ী।শনিবার (১ জানুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার মহিষমারা জটাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় হোসেন আলী নামের একজনকে আটক করেছে পুলিশ।
নিহতের চাচাতো ভাই আনিসুর রহমান জানান, “মোবারক গরুর ব্যবসা করতেন। তার সাথে উপজেলার তোরাপবাজার এলাকার আরেক গরু ব্যবসায়ী হোসেন আলীর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হোসেন ধারালো ছুরি দিয়ে মোবারকের পেটে আঘাত করে। এসময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে গিয়ে হোসেনকে আটক করে গণপিটুনি দেয়। পরে গুরুতর আহত অবস্থায় মোবারককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ হোসেনকে থানায় নিয়ে যায়”
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক কামাল এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।