নওগাঁর ধামইরহাটে বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়েছে। শনিবার ১ জানুয়ারি সকালে চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক প্রদানের লক্ষ্যে নতুন বই বিতরণ এর শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার গণপতি রায়।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানীসহ শিক্ষকবৃন্দ।
এছাড়া ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়, ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয়, ধামইরহাট সিদ্দিকিয়া ফাজিল মাদরাসা, জগদল আদিবাসী স্কুল এন্ড কলেজ, ভেড়ম উচ্চ বিদ্যালয় ও কুলফৎপুর উচ্চ বিদ্যালয়, ধামইরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ উপজেলায় মোট ২৭টি মাধ্যমিক বিদ্যালয়, ৩টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ২৪টি মাদ্রাসা, ১১৩টি প্রাথমিক বিদ্যালয়, ২৪টি এবতেদায়ী মাদ্রাসা ও ২৫টি কিন্ডারগার্টেন স্কুলে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে।
বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা আনন্দে মেতে উঠে। নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ উল্লাস করতে দেখা গেছে।