জামালপুরের সরিষাবাড়ীতে ভাটারা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নব নির্বাচিত পরিচালনা পর্ষদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে পাঁচটায় উপজেলার ভাটারা স্কুল অ্যান্ড কলেজের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
আলহাজ্ব মো: আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফারুক আহম্মেদ চৌধুরী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জামালপুর জেলা শাখার শ্রম বিষয়ক সম্পাদক আওলাদ হোসেন তালুকদার খসরু, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান শাহাজাদা, যুগ্ম সাধারণ সম্পাদক আ: গনি, পৌর আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান মিজান, সাবেক সংসদ সদস্য মামুনুর রশীদ যোয়ার্দার, পৌর মেয়র মনির উদ্দিন, ভাটারা ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান বোরহান উদ্দিন বাদল, অত্র কলেজের অধ্যক্ষ মো: জাহাঙ্গীর আলমসহ আরো অনেকে।
পরে প্রধান অতিথি নব নির্বাচিত পরিচালনা পর্ষদের সদস্যদেরকে একে একে পরিচয় করিয়ে দেন এবং ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন।