বিভিন্ন মামলার তদন্তে বিশেষ অবদানের জন্য কিশোরগঞ্জের হোসেনপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীনকে পুরস্কার প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকালে কিশোরগঞ্জ পুলিশ লাইন্স ড্রিল শেডে মাসিক কল্যাণ সভায় পরিদর্শক জয়নাল আবেদীনকে পুরস্কার তুলে দেন পুলিশ সুপার মো: মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার)।
এ সময় উপস্থিত ছিলেন-অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো: মোশতাক সরকার, হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: সোনাহর আলী শরীফসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ।
১ সেপ্টেম্বর ২০২১ তারিখে হোসেনপুর থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন যোগদানের পর থেকে ডিজিটাল নিরাপত্তা মামলাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ মামলা অত্যন্ত দক্ষতা ও স্বচ্ছতার সহিত তদন্ত করে আসছিলেন। উক্ত কাজের স্বীকৃতি স্বরুপ জেলা পুলিশ প্রশাসন কর্তৃক তাকে পুরস্কারের জন্য মনোনীত করা হয়।