নওগাঁর ধামইরহাটে ইউপি নির্বাচনে ৮ নং খেলনা ইউনিয়নে ভোট কারচুপি ও ফলাফল ঘোষণায় কৌশল অবলম্বন করে ঘোষিত ফলাফল প্রত্যাখান ও ভোট পুনরায় গণনার দাবীতে সংবাদ সম্মেলন করেছে নৌকা প্রতীকের প্রার্থী মো: নাজমুল হোসেন।
মঙ্গলবার ২৮ ডিসেম্বর, বেলা ৩ টায় উপজেলা পরিষদের সামনে খেলনা ইউনিয়ন আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী নাজমুল হোসেন তার লিখিত বক্তব্য পাঠ করেন।
বক্তব্যে নাজমুল হোসেন বলেন, ‘গত ২৬ ডিসেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে খেলনা ভোট কেন্দ্রে স্থানীয় শিক্ষক মো: সেকেন্দার আলী মাস্টারকে প্রিজাইডিং এর দায়িত্ব প্রদান করা হয়েছে। রসপুর কেন্দ্রের প্রিজাইডিং অফিসারকে অন্য ইউনিয়নে বদলি করা হয়। দেবীপুর ও খেলনা ভোট কেন্দ্রে ঘোড়া মার্কার সমর্থকরা দেশীয় অস্ত্রমহড়া দিয়ে ভোট কেন্দ্রে আতংক সৃষ্টি করে। প্রায় ৫ ঘন্টা ভোটার শূণ্য করে রাখা হয়েছে ২ টি কেন্দ্রে।’
এছাড়াও নৌকার প্রার্থী নাজমুল হোসেনকে ধাওয়া ও তার বাবা উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলদার হোসেনকে ঘর থেকে বের হতে দেয়া হয়নি বলেও অভিযোগ করেন চেয়ারম্যান প্রার্থী নাজমুল হোসেন।
এ সময় সংশ্লিষ্ঠ রিটার্ণিং অফিসারের কাছে ভোটের ফলাফল প্রত্যাখ্যান ও ভোট পুনর্গণনার দাবী জানিয়ে লিখিত আবেদন করেন।
খেলনা ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটার্ণিং অফিসার ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আতাউর রহমান জানান, ভোট বা ফলাফল নিয়ে অভিযোগের বিষয়ে আমার কিছু করনীয় নেই। এ বিষয়ে সংশ্লিষ্ট ট্রাইব্যুনাল ও নির্বাচন কমিশন কেবলমাত্র অভিযোগটি খতিয়ে দেখার এখতিয়ার রাখেন এবং ভোট সুষ্ঠু হয়েছে বলে আমি দাবী করছি।
সম্মেলনে প্রার্থীর বড় ভাই বিশিষ্ট ব্যবসায়ী জাকির হোসেন, ইউনিয়ন যুবলীগের সম্পাদক মিঠুন কুমার মন্ডল, উপজেলা ছাত্র লীগের সহ-সভাপতি আল মামুন, সম্পাদক আহসান হাবীবসহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।