নিকরাইল ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মাসুদুল হক মাসুদ নির্বাচিত। চতুর্থ ধাপের নির্বাচনে ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মাসুদ, আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী আবদুল মতিনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মাসুদ।
তিনি ব্যক্তি হিসেবে ইউনিয়ন বসীর কাছে ব্যাপক সুপরিচিত এবং গরিব দুখীর মেহনতী মানুষের উপকারী হিসেবে তার রয়েছে ব্যাপক সুনাম। এরই ধারাবাহিকতায় টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার নিকরাইল ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকে বিজয়ী করেছেন।
মাসুদুল হক মাসুদ বলেন, নিকরাইল ইউনিয়নের জনগণের ভোটে নির্বাচিত হয়েছি। এখন থেকে লক্ষ্য একটাই মানুষকে সেবা করা। চেয়ারম্যান হিসেবে যেসব কাজ করা প্রয়োজন সে কাজগুলো চলমান থাকবে এবং শেষ মুহূর্ত পর্যন্ত ইউনিয়নের দৃশ্যমান ব্যাপক উন্নয়ন ধারা অব্যাহত রেখে এলাকার মসজিদ, মাদ্রাসা, স্কুল, এতিমখানা রাস্তাঘাট উন্নয়ন হবে।
টাঙ্গাইল ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নের তৃণমূল ও জনগণের কাছে ব্যাপক ভালোবাসা পেয়েছি, তাই নিকরাইল ইউনিয়নবাসীর প্রাপ্তি হিসেবে উল্লেখ করে ইউনিয়নবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
২৬ ডিসেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকে বিপুল ভোটে নির্বাচিত করায় ইউনিয়ন বাসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।