টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খান আহমেদ শুভ আপিলের মাধ্যমে প্রার্থিতা ফিরে পেয়েছেন। রবিবার ঢাকার আগারগাঁও নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে প্রার্থিতা ফিরে পান তিনি। প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার নেতৃত্বে গঠিত পাঁচ সদস্যের বেঞ্চ তাঁর প্রার্থিতা বৈধ ঘোষণা করে। বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খান আহমেদ শুভ।
গত ২০ ডিসেম্বর টাঙ্গাইলে জেলা নির্বাচন অফিসে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিনে ঋণখেলাপির জামিনদার হওয়ায় খান আহমেদ শুভর মনোনয়নপত্র বাতিল করা হয়। এরপর তিনি নির্বাচন কমিশনে আপিল করেন। রবিবার আপিল শুনানি শেষে তিনি প্রার্থিতা ফিরে পান।
এদিকে খান আহমেদ শুভ প্রার্থিতা ফিরে পাওয়ায় উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক আবদুল্লাহ আল ফাহাদের নেতৃত্বে মির্জাপুর সদরে আনন্দ মিছিল বের করা হয়। এ ছাড়া উপজেলার ১৪টি ইউনিয়নে আওয়ামী লীগ নেতাকর্মীরা মোটরসাইকেল শোভাযাত্রসহ আনন্দ মিছিল বের করেন। তা ছাড়া বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মিষ্টি বিতরণও করা হয়।
এ উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খান আহমেদ শুভ ছাড়াও জাতীয় পার্টির জহিরুল ইসলাম, বাংলাদেশ কংগ্রেস পার্টির রুপা রায় চৌধুরী ও ওয়ার্কার্স পার্টির গোলাম নওজব চৌধুরী পাওয়ার মনোনয়নপত্র জমা দিয়েছেন। ২৭ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। আগামী ১৬ জানুয়ারি এই আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু বলেন, ‘খান আহমেদ শুভ প্রার্থিতা ফিরে পাওয়ায় আমি নিজেও উৎফুল্ল। দলের নেতাকর্মীরাও উৎসাহ-উদ্দীপনা নিয়ে নির্বাচনে নৌকার প্রচারণা চালাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।’