জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ৪নং আওনা ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শাহীনুর রহমান শাহীনের নির্বাচনি প্রচারণায় বাঁধা, প্রাণনাশের হুমকি, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাংচুরের প্রতিবাদে ও সুষ্ঠ নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দুপুরে সরিষাবাড়ী প্রেসক্লাবে হল রোমে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি।
চেয়ারম্যান প্রার্থী শাহীনুর রহমান শাহীন অভিযোগ করে সংবাদ সম্মেলনে বলেন, নৌকার প্রার্থী বেল্লাল হোসেনের লোকজন তার নির্বাচনী অফিস বেদখল, প্রচারণায় বাধা, কর্মী-সমর্থকদের হুমকি ও মারধর করছে। তাদের হামলায় আনারস প্রতীকের ৩ জন কর্মী হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। শাহীনের ভাইয়ের মালিকানাধীন মেসার্স চাঁন মিয়া ফিলিং স্টেশন ও ইটভাটায় দফায় দফায় ভাঙচুর ও লুটতরাজ করা হয়েছে।
তিনি আরো অভিযোগ করেন, প্রতিপক্ষের লোকজন কয়েকদিন তাকে বাড়িতে অবরুদ্ধ করে রাখে। কর্মী-সমর্থকদের সহায়তায় বাড়ি থেকে বের হলেও বর্তমানে নৌকার লোকদের প্রাণনাশের হুমকিতে এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। নির্বাচন প্রভাবিত হওয়ার আশঙ্কায় তিনি প্রশাসনের জোরালো ভূমিকাসহ র্যাব ও বিজিবি মোতায়েনের দাবি জানান। এসময় বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়া সাংবাদিকরা উপস্থিত ছিলেন।