কিশোরগঞ্জ

হোসেনপুরে ১৩ শহীদ পরিবারকে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় ১৩ শহীদ পরিবারের মধ্যে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

বুধবার (২২ ডিসেম্বর) বিকেলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এসব ঢেউটিন ও নগদ অর্থ বিতরণের আয়োজন করে উপজেলা প্রশাসন।

কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা: সৈয়দা জাকিয়া নূর লিপি মহান বিজয়ের মাসে ১৩ শহীদের পরিবারের নামের তালিকা তৈরি করে ৭৮ হাজার টাকা ও ২৬ ব্যান্ডেল ঢেউটিন বরাদ্দ দেন।

ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাবেয়া পারভেজ।

এসময় উপস্থিত ছিলেন-উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: জহিরুল ইসলাম নুরু মিয়া, বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুর রহিম, সাবেক প্রধান শিক্ষক সন্তোষ চন্দ্র মোদক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বেগম শাহীন, সংসদ সদস্য ডা: সৈয়দা জাকিয়া নূর লিপির, এপিএস মো: মিজানুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা হাকিম তানিমসহ অনেকে।

১৯৭১ সালের আগস্ট মাসে হোসেনপুর উপজেলা সদরের কুড়িঘাট এলাকায় (কুড়িঘাট বধ্যভূমি নামে স্বীকৃত) পাকিস্তানি হানাদার বাহিনী তাদের এদেশীয় রাজাকার, আলবদর, আলসামস ও শান্তি কমিটির লোকজনের সহযোগিতায় দেশপ্রেমিক স্বাধীনতাকামী নিরীহ ১৪৬ জন নারী-পুরুষকে হত্যা করে।

Author

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত সংবাদ

Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker